কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে হজ্ব গমনেচ্ছু হাজীদের সংবর্ধনা 

0
306
আব্দুল সাত্তার: 
 ১৩ জুন ২২ খ্রিঃ সোমবার রাতে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব’এর উদ্যােগে পবিএ হজ্বব্রত পালন গমন উপলক্ষে হাজী সংবর্ধনা ২০২২ মিলাদ ও দোয়া মাহফিল আলকরনস্হ ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে জাহাঙ্গীর আলম’র সন্চালয়ণে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের  প্যানেল মো.গিয়াস উদ্দিন,এসময় প্যানেল মেয়র বক্তব্যে বলেন হাজীগণ আল্লাহর মেহমান, হজ্ব ইসলামের পাঁচ ফরজের একটি। একজন ব্যক্তির জন্য হজ্ব একবারই  ফরজ। বাকী যতবারই হোক সবই নফল। ফরজের মর্যদা মহান ও অনন্য। মানবজীবনের মৌলিক  সাফল্য হচ্ছে, আল্লাহ পাকের সন্তুষ্টি ও রসুল করিম(সঃ) এর সুপারিশ অর্জন। হজ্ব ঈমান ও আত্মাকে পরিশুদ্ধ  করে। মনকে পাপ ও কালিমামুক্ত রাখতে পারলেই ধীরে ধীরে আল্লাহকে পাওয়া যায়। কারো ধন সম্পদ থাকলে হজ্ব করার সুযোগ হয় না। আল্লাহ্’র আহ্বান না আসলে  হজ্বের সুযোগ  তৈরী হয়না।এসময় আরো উপস্হিত ছিলেন কাউল্সিলর চৌধুরী হাসান মাহামুদ হাসনী,কাউল্সিলর আবুল হাসনাত বেলাল,কাউল্সিলর আবদুস সালাম মাসুম,সাবেক কাউল্সিলর ইসমাইল বালি,সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা রায়হান ইউসুফ,আবদুল হাই, শিক্ষক শাহাদাত হোসেন,আবদুল হালিম দোভাষ,মোঃ তারেক সর্দার,জাহাঙ্গীর সিদ্দিকী,খোরশেদ আলম রহমান,সাইফুদ্দিন আহমেদ,তানভির আহম্মেদ রিংকু।মোনাজাত পরিচালনা করেন আলকরন বাইতুর রহমত জামে মসজিদের খতিব আবদুর রহমান।
আলোকিত প্রতিদিন / ১৪ জুন ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here