কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

0
244
জাহাঙ্গীর আলম রেজভী:

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা রমজান আলী,(৩৫ ) চুরি ছুরিকাঘাতে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। বৃহস্পতিবার ১৬ জুন রাত ৮ ঘটিকার দিকে ইছানগর এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ। নিহত রমজান আলী ইছানগর এলাকার পাথরঘাটা বাদশা ফকিরের বাড়ির বাদশা ফকিরের ছেলে, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পাঠাগার সম্পাদক ছিলেন জানা গেছে। স্থানীয়রা জানান বুধবার কর্ণফুলী  থানার চরপাথরঘাটা ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়, রমজান নির্বাচনে পরাজিত মেম্বারপ্রাথী ইসহাকের অনুসারী ছিলেন নির্বাচনে জয়ী সাইদুল হক  মেম্বারের কয়েকজন অনুসারী বৃহস্পতিবার রাতে রমজানকে মারধর করে ও চুরিকাঘাত করে পরে গুরুতর আহত অবস্থায় রমজানকে উদ্ধার করে রাত ৮টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করে ,মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ বলেন, ইছানগর এলাকায় ছুরিকাঘাতে একজন খুন হয়েছে আমরা ঘটনাস্থলে আছি এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আলোকিত প্রতিদিন / ১৭ জুন ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here