আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

0
605
আতিয়ার রহমান রাজু:
জয়পুরহাটের আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি আক্কেলপুর পৌর এলাকার থানা মোড়ে ঘটেছে। আত্মহত্যা করা যুবতী আক্কেলপুর পৌর এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে তামান্না ইসলাম(২৩)। প্রায় এক সপ্তাহ পূর্বেই মেয়েটির তালাক হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টায় নিজ ঘরেই ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় তামান্না। পরিবারের লোকজন জানতে পেরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন,‘ পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
আলোকিত প্রতিদিন/২৩ জুন ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here