পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন নারী কে ধর্ষণ করতে গিয়ে গণধোলাই 

0
346

মো: জিয়াউল ইসলাম :

বরগুনা পাথরঘাটা উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে গভীর রাতে ধর্ষণ করতে গিয়ে স্থানীয়দের হাতে যুবক গণধোলাই। ২৩ জুন বৃহস্পতিবার সকালে বিষয়টি পাথরঘাটা সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন নিশ্চিত করেন।  মো. জাকারিয়া আকন পাথরঘাটা সদর রোহিতা একইএলাকার মো. সালমা আকনের ছেলে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত এক’টার সময় পাথরঘাটা উপজেলার হাড়িটানা বাজারে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে জোর করে ধর্ষণ করার সময়। স্থানীয় দোকানদাররা হাতেনাতে যুবকে ধরে । স্থানীয়  আ. লীগের সভাপতি হালিম বলেন, হাড়িটানা বাজারে থেকে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে যৌন আচরণ করার সময় এক যুবককে হাতেনাতে ধরেন । স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন। বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে জোর করে ধরা ধরি করছিল। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে গণধোলাই দেয়। যুবককে রাতে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়।

আলোকিত প্রতিদিন/২৩ জুন ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here