রূপার বাড়ি ফেরা | নম্রতা সাহা

0
532

রূপার বাড়ি ফেরা

নম্রতা সাহা

রাকেশবাবু সেই থেকে ঘড়ি দেখেই যাচ্ছেন। মেয়েকে টিউশন থেকে নিতে এসেছেন পনের মিনিট হতে চলল, স্যারের বাড়ির সামনে ঠাই দাঁড়িয়ে। কিন্তু স্যারের ছুটি দেওয়ার কোন নামই নেই। এদিকে রাকেশবাবুর স্কুল থেকে সমানে ফোন আসছে – “স্যার এদিকে তো আমাদের সব গোছানো কমপ্লিট, গেস্টরা সবাই আসতে শুরু করে দিয়েছেন – আপনি চলে এলেই প্রোগ্রাম স্টার্ট করে দেব।” রাকেশবাবু গোপালপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। আজ তার স্কুলে কুইজ কম্পিটিশন। আশেপাশের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা আসবে। স্কুলের প্রধান শিক্ষকই যদি সময় মত না পৌঁছায় তাহলে স্কুলের মান-স্মম্নান তো একেবারে ধুলোয় মিশে যাবে। সামনেই মেয়ে রূপার মাধ্যমিক পরীক্ষা। এই সময় পড়া মিস করাও চলে না। হন্তদন্ত হয়ে কোনরকমে স্নান-খাওয়া সেরে মেয়েকে নিতে এসেছেন। আর নিতে এসে এভাবে যে আটকে পড়বেন ভাবতে পারেননি। সপ্তাহে একদিন পড়া, তাই টিউশন মিস করাও যায় না। প্রতিদিন স্যার সময়ের আগেই ছুটি দেন, কিন্ত আজই এমন দেরি হল যে রাকেশবাবুর টেনশান শুরু হয়ে গেল। কাজের দিনেই এমন বিভ্রাট। সময় যেন উল্টে-পাল্টে যাচ্ছে। প্রায় কুড়ি মিনিটের মাথায় মেয়ের ছুটি হল। অতক্ষণ দাঁড়িয়ে থেকে রাকেশবাবু তো ঘেমে নেয়ে একসা। একে আজ এত তাড়া, তার মধ্যে বাড়ি গিয়ে আবার জামা বদলাতে হবে। মেয়েকে বেরতে দেখেই রাকেশবাবু স্কুটিতে স্টার্ট দিতে থাকেন – “নে নে রূপা তাড়াতাড়ি আয়, আজ খুব দেরি হয়ে গেল।” – “আরে, বাবা স্যার আজ নোট্‌স দিয়েছেন, এখন না নিলে পড়ার টাইম পাবো না, নেক্সট উইকে এক্সাম নেবেন।” রাকেশবাবুর তাড়া থাকলেও মেয়ের লেখাপড়ার সাথে নো কম্প্রোমাইজ। তাড়াতাড়ি সামনের জেরক্সের দোকান থেকে নোট্‌সপত্রের জেরক্স নিতে যান। আর এই টাইমে রূপা বন্ধুদের সাথে আবার একটু গল্প করার সুযোগও পেয়ে যায়। স্কুল থেকে আবার ফোন – “স্যার আপনি কতদূর?” – “আরে এই তো রাস্তায়।” রাকেশবাবু তাড়াতাড়ি মেয়ের হাতে নোট্‌সপত্র দিয়ে স্কুটিতে স্টার্ট দিয়ে বসে পড়েন। ওদিকে রূপা ব্যাগে নোট্‌সপত্র গুছিয়ে নিয়ে দেখে বাবা হাওয়া…। তাড়াতাড়ি ছুটে পাশের গলিতে গিয়ে বাবা বাবা করে চিৎকার করে ডাকতে থাকে, ওদিকে রূপার বাবা তো স্পিডে স্কুটি চালিয়ে চলে যাচ্ছেন। রূপা অনেকবার ডাকল, বন্ধুরাও ডাকল, গার্জেনরাও – কিন্ত রাকেশবাবুকে থামানো গেল না…। স্কুলের তাড়াই তার হুঁশই নেই যে মেয়েকে না নিয়েই তিনি রওনা হয়েছেন….। বাড়িতে ঢুকেই তিনি জামা প্যান্ট বদলে আবার বেড়িয়ে যাবেন এমন সময় বিনোদ বাবু রূপাকে সঙ্গে নিয়ে পৌঁছে দিতে এসেছেন দেখে রাকেশ বাবুর তো মাথায় হাত। তিনি তাহলে কাকে নিয়ে বাড়ি ফিরলেন?

 

আলোকিত প্রতিদিন/২৮ ‍জুন ২০২২/জ কা তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here