টাঙ্গাইলে করোনায় জনসচেতনতা বাড়াতে ইউএনও’র মাস্ক বিতরণ

0
257

প্রতিনিধি,টাঙ্গাইলঃ

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়াতে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানোয়ারা খাতুন। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে তিনি মাস্কবিহীন জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন। ইউএনও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। আমাদের ডিসি অফিসের এডিসিসহ আরো অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। জনসাধারণকে সচেতন করার প্রথম ধাপ হিসেবে এই মাস্ক বিতরণ করা হচ্ছে। আগের মতই সরকারি সকল বিধি- নিষেধ মেনে সকল কাজ করতে হবে। বাসা বাড়ি থেকে বের হওয়ার সময় সবাইকে মাস্ক পরতে হবে, দুরত্ব বজায় রাখতে হবে। মাস্ক বিতরণ এবং সরকারি সকল  নির্দেশনাসহ জনসাধারণকে সচেতন করতে এ ধরনের কর্মসুচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান শাহ জাহান আনছারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ৩০ জুন ,২০২২/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here