শিক্ষক হত্যাকারী সেই জিতু গ্রেফতার

0
273

সফি সুমন:

আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামি স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতু ওরফে জিতু দাদাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, নগরহাওলা গ্রাম থেকে জিতুকে আমরা গ্রেপ্তার করেছি। এ বিষয়ে কাল (৩০ জুন) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

কুষ্টিয়ার কুমারখালী থেকে বুধবার ভোরে জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে তোলা হয়। শুনানি শেষে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

 

আলোকিত প্রতিদিন / ৩০ জুন ২০২২ / জ কা তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here