হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার ও শিশু খাদ্য বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বৃহস্পতিবার (৩০ জুন)হবিগঞ্জের মাধবপুর উপজেলার বন্যা কবলিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা প্রত্যন্ত অঞ্চল মাধবপুর উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়নে বন্যা আশ্রয়কেন্দ্র কালিকা পুর উচ্চ বিদ্যালয়ে বন্যা কবলিত মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ও পানিবন্দী পরিবারের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ঈদ উপহার ও শিশু খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় জেলা প্রশাসকের সাথে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, মাধবপুর উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়নের সকল সদস্য বৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ত্রাণ সামগ্রী বিতরণ কালে জেলা প্রশাসক তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান,জেলায় যথেষ্ট পরিমাণ শিশু খাদ্য এবং ত্রাণ সামগ্রী মজুদ আছে।এ ছাড়াও মেডিক্যাল টিম তাদের দায়িত্ব পালন করছেন, তিনি মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আহবান জানান।
আলোকিত প্রতিদিন/ ৩০ জুন ,২০২২/ আর এম