আবু সায়েম:
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের মৌজার বারবাকিয়া বিটে সংরক্ষিত বনাঞ্চলের জবরদখল কৃত জায়গায় ইটের তৈরী পাকা ভবন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি। ১লা জুলাই শুক্রবার বারবাকিয়া রেঞ্জের আওতাধীন সোনাইছড়ী মৌজায় পেকুয়া পাহাড়িয়াখালী এলাকার ইসমাইলের পুত্র জবরদখকারী ইলিয়াস উদ্দিন সংরক্ষিত বনাঞ্চলে নির্মাণকৃত ভবন রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হকের নেতৃত্বে বিট কর্মকর্তা স্টাফ এবং সুফল প্রকল্পের সুবিধাভোগীদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে জবরদখলকৃত জায়গায় ইটের তৈরি পাকা ভবন উচ্ছেদ করে জবরদখল মুক্ত করা হয়।বিষয়টি অবগত করেছেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক। তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। এদিকে সংরক্ষিত বনাঞ্চলের বনভূমি উচ্ছেদের পর থেকে জবরদখলকারী ইলিয়াস উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা হুমকি দিয়ে আসতেছে। এমনকি বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে বনবিভাগের কার্যক্রমকে রুদ্ধ করার অপচেষ্টাই মেতে উঠেছে। মিথ্যা সংবাদ পরিবেশন করে উচ্ছেদ অভিযানকে প্রশ্নবিদ্ধ করার নিমিত্তে মিশনে নেমেছে। তিনি আরো বলেন, প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলা এবং বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগের ব্যাপারে আমি মোটেও বিচলিত নয়। কারণ সরকারি বনভূমি উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কারণ বনজ সম্পদ রক্ষা সরকারি সম্পদ সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। নীতিনৈতিকতায় অবিচল থেকে বনবিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করবো। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি ।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ০২ জুলাই ,২০২২/ মওম