আক্কেলপুরে ছুরি দ্বারা স্ত্রীকে আহত করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

0
805
প্রতিনিধি, আক্কেলপুর(জয়পুরহাট) : 
জয়পুরহাটের আক্কেলপুরে ছুরি দ্বারা স্ত্রীকে আঘাত করে আহত করার অভিযোগ ওঠেছে এক স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নে ঘটে। আহত স্ত্রী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত গৃহবধূ সেলিনা বেগম (৩০) উপজেলার রায়কালী ইউনিয়নের উপর শিয়ালা গ্রামের মোজাম্মেল খানের ছোট ছেলে সোবহান খান এর স্ত্রী এবং ২ সন্তানের জননী।
আহত স্ত্রী, পিতার পরিবার ও ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ১৮ বছর পূর্বে শান্তা গ্রামের সেকেন্দার আলী বাদেশ এর মেয়ে আহত গৃহবধূ সেলিনা বিবির বিয়ে হয় সোবহান খানের সাথে। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু প্রায়সয় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় ১২ জুলাই মঙ্গলবার রাতে আনুমানিক ১০টায় স্বামী বিবাদের জের ধরে গৃহবধূ সেলিনাকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে (চোখের পাশে,মাথায়) আঘাত করে গুরুত্বর আহত করে। আহতের চিৎকারী প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে পরিবারের সহায়তায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে আহত গৃহবধূ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গ্রামবাসীরা ক্ষুব্ধ সোবহান খানের বিরুদ্ধে।
আহত গৃহবধূ জানায়,‘ স্বামীর সাথে তার জায়ের অবৈধ সম্পর্ক রয়েছে। এটি প্রায় আড়াই বছর পূর্বে জানার পর থেকেই তাদের সাংসারিক জীবনে কলোহের সৃষ্টি হয়। একারণে তার স্বামী তাকে কোন খরচ দেয়না। খরচের টাকা চাইলেই তাকে মারধর করে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে তাকে চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।’
স্বামী সোবহান খানের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন,‘ আমার অবৈধ সম্পর্কের বিষয়টি মিথ্যা। আমার স্ত্রী আমোর সাথে সবসময় গালিগালাজ করে কথা বলে, তাই রাগের মাথায় মেরেছি । কিন্তু ছুরি দিয়ে না টর্চ লাইট দিয়ে মেরেছি।  প্রতিবেশী গৃহবধূ লাভলী আক্তার বলেন,‘চিৎকার শুনে আমি গিয়ে দেখি সেলিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমারা প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’
সংবাদ সংগ্রহকালে একদল প্রতিবেশী রাস্তায় সংবাদকর্মীদের পথ অবরোধ করে জানায়, সোবহান খানের নির্মম অত্যাচার ও একাধিক বার বৈঠকের কথা। এছাড়াও সোবহান তার পিতার মাথায় পূর্বে লোহার সাবল দিয়ে আঘাত করে আহত করেছিল বলে অনেকে জানায়। সোবহান খানের অবৈধ সম্পর্কের কথা স্থানীয়দের কাছে জানতে তারা বলেন, আমারাও এবিষয়টি শুনেছি। ওই এলকার ইউপি সদস্য রেজাউল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন,‘ স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এ নিয়ে একাধিকবার বিচার শালিশও হয়েছে। আহত ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালে আছে। ’
আক্কেলপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল মালেক বলেন,‘ এঘটনায় থানায় কোন অভিযোগ এখনও আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আলোকিত প্রতিদিন/ ১৪ জুলাই ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here