নিজস্ব প্রতিবেদক:
১৫ জুলাই শুক্রবার কবি ও কথাসাহিত্যিক বকুল আশরাফ এর শুভ জন্মদিন। এ উপলক্ষে তার পরিবার দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন। আলোকিত প্রতিদিন পরিবারের পক্ষ হতে কবিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ।
কবি পরিচিতি :
**************
১৫ জুলাই ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন কবি বকুল আশরাফ । ঢাকা জেলার নবাবগঞ্জ থানা’র চুড়াইন ইউনিয়নের মুনসুরনগর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল (বর্তমান ভূগোল ও পরিবেশ বিজ্ঞান) বিষয়ে প্রথম শ্রেনীতে সন্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা শহরের সামাজিক দূর্যোগের উপর গবেষণা গ্রন্থ তৈরি করেন স্নাতকোত্তর ডিগ্রির জন্য। স্কুল জীবনেই লেখালেখি শুরু। প্রথম প্রকাশিত লেখা কবিতা। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি নাট্য আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। উদ্দেশ্য নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তন। তাই আরণ্যক নাট্যদলে নাটকের পাশাপাশি মুক্তনাটক আন্দোলনে নিজেকে যুক্ত করেন। তৎকালীন বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত নাট্য সাহিত্যের উপর প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হয়েছে। আট দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জড়িয়ে ফেলেন নিজেকে। তারপর শুরু সাংসারিক ও চাকরী জীবন। প্রায় দেড় যুগ সাংস্কৃতিক কর্মকান্ড ও লেখালেখি থেকে সরে থাকেন। একবিংশ শতাব্দির মাঝামাঝি এসে আবার শুরু করেন লেখালেখি। বেশীর ভাগ সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক সমস্যা, অনিয়ম এবং অরাজকতার বিরুদ্ধে তিনি লেখেন । পোশাক তৈরি শিল্পের নানাবিধ সমস্যা, যেমন কর্ম পরিবেশ, কর্ম দক্ষতা ও সচেতনতা, পেশাগত স্ব্যাস্থ্য নিরাপত্তা, উৎপপাদনশীলতা, যৌথ দরকষাকষি, শ্রমের মর্যাদা ও সামাজিক দায়বদ্ধতা কবির লেখনীর মুল বৈশিষ্ট্য ।
প্রথম প্রকাশিত প্রবন্ধের বই ’অসহিষ্ণু নাগরিক জীবন’ ২০০৭ সালে প্রকাশিত হয় ।
১. অসহিষ্ণু নাগরিক জীবন (কলাম/প্রবন্ধ), পারিজাত প্রকাশনী, ২০০৬
২. চোখের সমান আকাশ (কবিতা),পারিজাত প্রকাশনী , ২০০৬
৩. অভিমানের বহর (কবিতা) প্রকাশক মাটির সবুজ, ২০০৭
৪. হিম নিংড়ানো জল (কবিতা), প্রকাশক মিজান প্রকাশনী ,২০০৮
৫. কবিতায় কবি ছয় (কবিতা), অক্ষর প্রকাশনী, ২০০৯
৬. ‘অপূর্ণতাই পূর্ণতার কাব্য’(কবিতা), প্রকাশক আবিষ্কার
৭. লোনা টানে যাত্রা (কবিতা), সাহস
৮. ‘কবিতা দ্রঘিমা’ (অনুবাদ কবিতা), সাহস
৯. পোলিশ কবি ভিসওয়াবা সিমবোরসকা (অনুবাদ গ্রন্থ), সাহস
১০. ‘গোলাম আলীর রেখাচিত্র’(গল্প), জিনিয়াস
১১. ‘অনাকাক্সিক্ষত ভঙচুর’ (গল্প), আবিস্কার
১২. রঙের মেলা (শিশু কিশোর গল্প) সাহস
১৩. ‘বাবুই ও জোনাক (শিশু কিশোর গল্প) সাহস
১৪. ‘ফুলপাখিদের গল্প’(শিশু কিশোর গল্প) সাহস
১৫. একাত্তরের ছেলেটি (কিশোর গল্প) চিত্রা প্রকাশনী
১৬. কবিতায় বাঁক-বদল ও সমাজছবি (গবেষণা প্রবন্ধ), সাহস
১৭. ক্রিপটোগ্রাফি (কবিতা), সাহস
১৮. আল মহমুদ : কবি ও কবিতা শক্তি, প্রকাশক বটেশ্বর বর্মণ
১৯. নির্বাচিত কবিতা, অভ্র প্রকাশ।
বকুল আশরাফের কবিতা :
++++++++++++++++++++
যাত্রা বিহার মেঘনা -৪
সেদিনও উচ্চারিত হয়েছিল আমার নাম
বিক্রমাদিত্যের নবরতœ সভায়, এ’সবই
পাবে লিখা পালি খাতায়। মুদ্রিত কিছুটা,
কিছুটা বাহক, কথক স্বভাব নিয়ে; শ্রুতি
হয়ে ফিরেছে দ্বারে-দরবারে। কুয়াশায়
তিব্বতী পাহাড়ি পথ ধরে হেঁটে এসেছি
ব্রহ্মপুত্র-যমুনায় দেখেছি শত মুদ্রিত চর
অনির্ভরশীল থেকেছি কালের অবর্তমানে।
সবুজে রেখেছি পা, চাষের লাঙ্গল আর
জলমহলের জয় শেষে বস্ত্র ও মৎসকে
করেছি শিল্প। তখন তুমি তুমুল-তিতাশ
মেঘনার এলোচুলে ফুল গুঁজেছিলে। বলো,
উড়ন্ত পাখিরা দেখেনি তা? রাজসাক্ষী
আছে নদীর শামুক আর শরতের কাশ।
[কাব্যগ্রন্থ: লোনা টানে যাত্রা]
বিশুদ্ধ গণিত
************
যে আমারে ভালোবাসে এতো
সে মেয়েটার বয়স হবে কতো
বলতে পারো মেমোরি কার্ড
খাঁচায় রাখা হলুদ লাভ বার্ড?
যে আমারে ঘৃণা করে এতো
তার যন্ত্রণার মাপকাঠিটা কতো
বলতে পারো এক্সেল গ্রাফ
মুখঢাকা মখমলের স্কার্ফ?
যে আমারে কাছে পায় এতো
তার বিরহের মাত্রা জানো নাতো
হৃদয়ে তার রক্তজবা ক্ষত
দুঃখে-সুখে তিরষ্কার অবিরত।
[কাব্যগ্রন্থ: ক্রিপ্টোগ্রাফি]
আমার ছিলে আগে
*******************
শোষণ করলে গায়ে লাগে না
শাসন করলে লাগে
জোরাজুরির ঘুম ভাঙ্গে না
আদর দিলে জাগে ।
হুকুম দিলে যাই না কোথাও
ছুঁয়ে দিলে যাই
কষ্ট দিলে দু:খ পাই না
চোখ রাঙ্গালে পাই ।
গোলাগুলিতে শান্তি হয় না
ভালবাসায় হয়
দুরে থাকার একটি মানে
ভালবাসার জয় ।
সহিষ্ণুতার স্বপ্ন দিয়ে
জীবন বোনা দায়
অপেক্ষার ঐ বাতি গুলো
রাত্রিতে কামড়ায় ।
পাশ কাটিয়ে যাচ্ছ কোথায়
অনেক ভিড়ে? রাগে?
এখন তুমি অন্য কারও
আমার ছিলে আগে।
[কাব্যগ্রন্থ: অভিমানের বহর]