মইজ্জ্যারটেকে যাত্রী উঠা-নামাকে কেন্দ্র করে ৩ জনকে ছুরিকাঘাত 

0
271
জাহাঙ্গীর আলম রেজভী:
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় মইজ্জ্যারটেকে  এলাকায় কর্ণফুলী সি.এন.জি ফিলিং স্টেশনের সামনে শহরগামী যাত্রীদের টানা হেচঁড়া বিষয় নিয়ে মিনি বাস ও মহিন্দ্রা নামে থ্রি হুইলার গাড়ির শ্রমিক মালিকের সাথে দ্বন্দ্ব। দুই পক্ষের মধ্যস্থতা করতে আসা স্থানীয়দের মধ্যে বাক-বিতান্ড। মীমাংসার পরেও রয়ে যায় তার রেশ। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০ গজ দূরত্বে শাহ আমানত স্টিলের সামনে ওত পেতে থাকে প্রতিপক্ষের গ্যাং। সুযোগ বুঝে চিহ্নিত ব্যক্তিদের ছুরিকাঘাত করে পালিয়ে যান ঘাতকরা। তৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন শহিদুল ইসলাম (২৩), শাহিনুর আলম (২৫) ও মোহাম্মদ ইয়াসিন (১৮)। ১২ জুলাই মঙ্গলবার আনুমানিক দুপুর বারোটার দিকে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী জানান। উপস্থিত থানা পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহতদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, “আহত শহিদুল ইসলাম ও শাহিনুর আলম ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে। তাদের অবস্থা এখনো আশঙ্কা জনক। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে ইয়াসিনকে।”
আহতদের শহিদুল ইসলামের বড় ভাই নাজমুলের সাথে কথা বলে জানা যায়, “ঘটনার বিস্তারিত তদন্ত করতে হাসপাতালে গিয়েছেন কর্ণফুলী থানার এসআই আলমগীর হোসেন। ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি বিশেষ কিছু জানেন না, তবে দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।”
এ বিষয়ে অধিকতর জানতে কর্ণফুলী থানার এসআই আলমগীর হোসেনকে মুঠোফোনে বারবার অনুরোধ জানালেও তিনি তথ্য দিতে অস্বীকৃতি প্রকাশ করেন।কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, “ছুরি আঘাতে তিনজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ২৪ ওর্য়াড়ে ২৬/২৮ নং সিটে ভর্তি আছেন, তবে এখনো পর্যন্ত আহতদের পক্ষ থেকে কোন মামলা করেননি আহতদের পরিবার। অভিযোগ পেলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।”
আহতদের সার্বিক খবর রাখছেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
আলোকিত প্রতিদিন/ ১৪ জুলাই ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here