খানসামায় ভূমিহীনদের গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

0
254

প্রতিনিধি,খানসামা (দিনাজপুর)

দিনাজপুরের খানসামা উপজেলায় মাননীয় প্রধানমনত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেনসিং মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমনত্রী শেখ হাসিনা।  দেশব্যাপী ৩য় পর্যায়ের ২য় ধাপে জাতির পিতার এই স্বপ্ন পূরণের লক্ষ্য প্রধানমনত্রী শেখ হাসিনা ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় খানসামা উপজেলায় আজকে ৫জন এর আগে ২৯৫ জন মোট ৩০০ জন ভূমিহীন এই উপহার পাচ্ছেন। গৃহহীন, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও অতিবৃদ্ধারাদের এই বাড়ি দেওয়া হবে । প্রতিটি সেমি পাকা বাড়িতে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাবাড়ি ও একটি বাথরুম। প্রধানমনত্রী উপহার বাড়ি পাওয়ার ফলে তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হলো।২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টায় খানসামা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমনত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারকে এ গৃহ হস্তান্তর কার্যক্রমের ভিডিও কনফারেনসিং মাধ্যমে উদ্বোধন করেন ।

ভার্চুয়ালী প্রধানমনত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না।এ সময় ভার্চুয়ালী বক্তব্যে রাখেন সাবেক পররাষট্রমনত্রী ও অর্থ মনত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলার গরীব মানুষের মুখে হাসি ফোটানো, আজ সেই হাসি মাননীয় প্রধানমনত্রী দেশরত্ন শেখ হাসিনা ফুটিয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না।উপজেলা নিরবাহী অফিসার বলেন, এ মহৎ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে তালিকাভুক্ত অবশিষ্ট ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমনত্রীরপক্ষ থেকে গৃহ নির্মাণ করে উপহার হিসেবে দেওয়া হবে। ফলে দেশের প্রতিটি উপজেলায় একটি পরিবারও গৃহহীন থাকবে না। একজন উপকারভোগী হাসানুর বলেন, হামরা এই ঘর পেয়া মেল্লা খুশি হইছি। ছাওয়া পাওয়া নিয়া একনা শান্তিতে ঘুমিবার পারিমো।আরেকজন উপকারভোগী বলেন, গৃহহীনরা স্থায়ী আবাসভূমি প্রাপ্ত হয়ে প্রধানমনত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে প্রধানমনত্রীর সুস্বাসথ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আহমেদ শাহ, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রানি স¤পদ কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মোকলেছুর রহমানসহ উপজেলার বিভিন্ন কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সংবাদকর্মীসহ আরো অনেকে।

আলোকিত প্রতিদিন/ ২১ জুলাই ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here