সাইফুল ইসলাম :
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় ফেনীর একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ ২৪ জুলাই রবিবার সকাল সাড়ে ছয়টায় কুমিল্লার ইলিয়ট গঞ্জে প্রাইভেট কার গাছের সাথে ধাক্কা খেয়ে গর্তে পড়ে গেলে ঘটনাস্থলে কারে থাকা স্বামী-স্ত্রী ও শ্যালিকা নিহত হন। নিহতরা হলেন, স্বামী আলমগীর হোসেন, স্ত্রী জাহানারা বেগম স্বপ্না, শ্যালিকা নাজমা আক্তার। নিহতদের স্বজন থেকে জানা যায়, পারিবারিক কাজ শেষে ঢাকা থেকে ফেনী আসার পথে কুমিল্লার ইলিয়ট গঞ্জে প্রাইভেট কার গাছের সাথে ধাক্কা খেয়ে গর্তে পড়ে গেলে ঘটনাস্থলে কারে থাকা স্বামী-স্ত্রী ও শ্যালিকা নিহত হন। নিহত আলমগীর হোসেনের গ্রামের বাড়ী ছাগলনাইয়ার জশপুর এবং ফেনী পৌরসভার বারাহীপুর বনানী পাড়ায় বাড়ী করার সুবাদে বসবাস করেন। তিনি দাগনভূঞা উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসার হিসাবে কর্মরত ছিলেন, স্ত্রী নাজমা বেগম সরকারী স্কুলের রিটার্ড সহকারী শিক্ষিকা ও শ্যালিকা নাজমা আক্তার লন্ডন প্রবাসী ছিলেন, তিনি গত ২৪ জুন দেশে আসেন এবং ২/৩ দিনের মধ্যে চলে যাওয়ার কথা ছিলো।
আলোকিত প্রতিদিন/ ২৪ জুলাই ,২০২২/ মওম