রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে দেখতে হাসপাতালে রাসিক মেয়র

0
270
জামি রহমান:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপরে রামেক হাসপাতালের ৫ নম্বর ভিআইপি কেবিনে তাঁকে দেখতে যান সিটি মেয়র। এ সময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন জেলা আওয়ামী লীগ অসুস্থ নেতার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং রোগমুক্তি কামনা করেন।
এ সময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী সহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের গাড়ি চালক আমিনুল ইসলাম অসুস্থ্য হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরে তাকে দেখতে যান এবং শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজ-খবর নেন রাসিক মেয়র।
আলোকিত প্রতিদিন/ ২৫ জুলাই ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here