প্রতিনিধি, আঞ্চলিক (মানিকগঞ্জ):
শিবালয় উপজেলায় বেকারত্ব দূরীকরণে ‘ফোকাস গ্রুপ ডিসকাশন’ সংক্রান্ত উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টায় উপজেলার উলাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় বেকার যুবক এবং অভিভাবকদের নিয়ে বেকারত্ব দূরীকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উলাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান।
জানাগেছে, ‘ফোকস গ্রুপ ডিসকাশন’ এর মাধ্যমে বেকার জনসমাজকে চাহিদার বিবেচনায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। অদক্ষ বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে শুরু হয়েছে এ কার্যক্রম। চাহিদার বিবেচনায় অদক্ষ বেকারদেরকে বিভিন্নভাবে দেয়া হবে প্রশিক্ষণ। এই লক্ষ বাস্তবায়নে হয়েছে এলাকা ভিত্তিক বেকার জরিপ কার্যক্রম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, মাইকিং এবং লিফলেট করে আমরা জরিপের প্রচার-প্রচারণা চালাব। সুষ্ঠু জরিপের মাধ্যমে জেলা প্রশাসনের এই পাইলট প্রকল্পে বেকারত্ব হ্রাস করা সম্ভব হবে।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার রিক্তা খাতুন, ইউপি সচিবসহ সকল ওয়ার্ড মেম্বার এবং স্থানীয় শতাধিক ব্যাক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এই জরিপ কর্যক্রম শুরু করা হয়েছে। শিবালয় উপজেলাকে আমরা পাইলট প্রকল্প হিসেবে ধরেছি। ফলাফল সন্তোষজনক হলে আমরা জেলার সকল ইউনিয়নে এই বেকার জরিপ কার্যক্রম শুরু করব।
আলোকিত প্রতিদিন/ ২৬ জুলাই ,২০২২/ মওম