প্রতিনিধি,গাইবান্ধা:
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিনে মমতা প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে উপ- স্বাস্থ্য সেবা কেন্দ্রে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও নরমাল ডেলিভেরি সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
২৬ জুলাই মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গাইবান্ধার উপ পরিচালক মো.সাইফুল ইসলাম , সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম, বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুলফিকার রহমান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা , স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ জন প্রতিনিধি ও আা.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দিয়েছে। তিনি বলেন – জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য সরকার নানমুখী পদক্ষেপ গ্রহন করেছে। আগামীতে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামাদি সহ চিকিৎসক ও অন্যন্য জনবল বাড়ানো হচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ২৬ জুলাই ,২০২২/ মওম