আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নানা ধরনের উদ্যোগ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে দেশকে সংকটমুক্ত রাখতে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ সাশ্রয়ে নানা নির্দেশনা ইতোমধ্যে পালন শুরু হয়েছে। সর্বশেষ  ২৫ জুলাই সোমবার মন্ত্রিপরিষদের সবাইকে খরচ কমানোর নির্দেশনা দেন তিনি। এমনকি গাড়ির তেল খরচ করে মন্ত্রিপরিষদের সদস্যদের ছোটাছুটি না করে ভার্চুয়ালি যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইকে’র সর্বশেষ সংস্করণে বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক ও দারিদ্র্য দূরীকরণের সাফল্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে বলা হচ্ছে, গত এক দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রাজ্ঞ ও শক্তিশালী নেতৃত্ব দিয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাকা সচল রেখেছেন।
২৫ জুলাই সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে আবারও নতুন কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। তিনি কম গুরুত্বপূর্ণ জিনিস  এখনই না কেনার নির্দেশনা দেওয়ার পাশাপাশি সরকারি টাকায় বিদেশ ভ্রমণ বন্ধ রাখারও নির্দেশনা দেন।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ব খ্যাত সাময়িকী নিউজউইকের সর্বশেষ সংস্করণে বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক ও দারিদ্র্য দূরীকরণের সাফল্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতির প্রধান খাতগুলোতে ধারাবাহিকতা বজায় রেখে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৬ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -