কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

0
313
শোভন শুভ
কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুন লেগে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার দফাদার ফিলিং স্টেশনে আগুন লেগে দুই জন নিহত হয়েছে। এ ঘটনা আরও একজন আহত হয়েছেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক জানে আলম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জ্বালানি তেলবাহী ট্যাংকার পাম্পে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, সন্ধ্যায় পরে দফাদার ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে কিছুক্ষণের মধ্যে মর্গে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৩আগস্ট ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here