আজ কবি মীনা সাহা’র জন্মদিন

0
391

আলোকিত ডেস্ক:

কবি মীনা সাহা। আজ ২৭ আগস্ট ২০২২,শনিবার, অন্যধারা সাহিত্য সংসদ পশ্চিমবঙ্গ শাখা কমিটির সভাপতি ও কবি মীনা সাহার শুভ জন্মদিন। ব্যক্তি জীবনে শিক্ষকতা পেশার সাথে জড়িত। এক কন্যা সন্তান নম্রতা সাহাও পড়ালেখার পাশাপাশি লেখালেখির সাথে জড়িত। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় তারুণ্যে উদীপ্ত এই মেধাবী কবি স্হায়ী ভাবে বসবাস করেন। কবি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কাব্য প্রতিভা বিকাশের জন্য সবার নিকট আশীর্বাদ কামনা করেছেন।
কবি মীনা সাহার “গোধূলির গোলকধাঁধা ও বর্ষার গান” কবিতা পাঠকের উদ্দেশ্যে এখানে সংযুক্ত করা হলো :

গোধূলির গোলকধাঁধা

হাজার বছরের ঘুমহীন রাতের স্মৃতি
গত হওয়া ঋতুর মতো মন মননে ভাসে
গ্রীষ্ম-বর্ষা ছুঁয়ে শরৎ-হেমন্ত-শীত
বসন্তের কোন এক পাতাঝরা বিকেল
গোধূলির আলোয় জলঙ্গীর ধারে
দুকূল ছাপানো জলের মন্হনে
উতলে উঠছে নদী
ভাসিয়েছে একটু একটু করে
যুবতী নৌকারা দুলছে হাওয়ায়
মেঘের ক্যানভাসে
আকাশের বুকে উড়ে উড়ে
কবিতার রূপকথা করছে বয়ান
নদীর আকুল স্রোতে সাগর এসেছে ছুটে
পাতাঝরা বিকেলে গোধূলির গোলকধাঁধায় জলঙ্গীর ধারে
নিশ্চুপ শান্ত সমীরণে শুধু
চেয়ে চেয়ে থাকা নির্নিমেষ
বুকের উতলে উঠা ঢেউয়ের নাচে
ভাঙছে নদী
ভাঙছে পাহাড়
একটু একটু করে মোমের গলনাঙ্ক
জমে জমে
বুকের ভিতর গড়ে উঠছে
ছোট্ট একটা দ্বীপ।

 

বর্ষার গান

শ্রাবণ বর্ষা মেতেছে ফুল সুরভিতে
বকুল কদম গন্ধে মুখরিত বেলা
সেজেছে কামিনী জুঁই, সন্ধ্যামালতীতে
মাতোয়ারা প্রকৃতির মুখরিত খেলা
মনের মৌনতা খোলে বর্ষা অভিসারে
গ্রীষ্মের দহন বেলা ভিজে ভিজে সারা
প্রকৃতি কন্যার হাসি প্রেমের শৃঙ্গারে
নববর্ষা জলে মন হয় দিশেহারা
কবির কলমে নামে প্রেম-বারি-ধারা
অঝর শ্রাবণ ঘন মেঘান্ধ পরশে
রিমঝিম রিমঝিম বৃষ্টির কথারা
ফুলদোলা মনভোলা হরষে হরষে
কবিমন বর্ষামেঘ হাসি কান্না গান
প্রেমের মিলনে সুখ কুসুমিত তান

আলোকিত/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here