মজিবুর রহমান:
নরসিংদির শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী আইনুন তাজরি প্রভা ইদুঁরের ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে। বিবরনে জানা য়ায় ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার যথা রিতি প্রভা স্কুলে যায়, ৃস্কিন টওজার পড়ে স্কুলে আসায়, স্কুলের শিক্ষিকা নার্গিস সুলতানা প্রভাকে বকা দেয়। সহপাঠীদের সামনে বকা দেওয়ায় অপমান বোধকরে এবং এ শিক্ষক পূর্বেও তাকে শাসন করায় শিক্ষকের প্রতি ক্ষুদ্ব হয়ে বাজার থেকে ইদুঁরের ঔষধ কিনে খেয়ে থানায় গিয়ে ডিউটি অফিসারের নিকট, কি কারনে ইদুঁরের ঔষধ খেয়েছে তার বর্ননা দেয়। ডিউটি অফিসার তাৎক্ষণিক স্কুলে খবর দেয় এবং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেয় এবং তার অবস্থার অবনতি দেখে জেলা সদর হাসপাতালে রেফার করেন। ঐখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী জানান প্রভা উশৃংখল ও বদমেজাজী ছিল। পরিবারের কাউকে পরোয়া করতো না। নিজের মনমতো চলতো। বাবা বিদেশে থাকায় মায়ের শাসনকে তোয়াক্কা করতো না, এতে মা ও মেয়ের উপর ক্ষুব্ধ থাকতো। তাছারা ইতি পূর্বে ২ বার বিভিন্ন কারনে বিষ পানে আত্ন হত্যার চেষ্টা করেছিলো বলে সংবাদ পাওয়া গেছে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জেনে স্কুল কমিটি সভা ডেকে শিক্ষিকা নার্গিস সুরতানাকে সাময়িক বহিষ্কার করেন বলে জানান স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত। শিবপুর মডেল থানার ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া বলেন শিক্ষার্থীর বক্তব্যর প্রেক্ষিতে থনায় জিডি করা হয়েছে, সুরতহাল ও ময়না তদন্ত শেষে মৃত প্রভার পরিবারের লোকজন এজাহার দিলে মামলা নেয়া হবে। মৃত শিক্ষার্থী প্রভার বক্তব্যর প্রেক্ষিতে শিক্ষিকা নারগিসকে আইনের আওতায় আনার চেষ্টা করছে প্রশাসন।