আন্তর্জাতিক ডেস্ক:
নিজেদের আকাশসীমার কাছে একটি ড্রোন ভূপাতিত করাকে উপযুক্ত জবাব ছিল মনে করেন তাইওয়ানের প্রিমিয়ার সু-সেং চ্যাং। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তাইওয়ানের পক্ষ থেকে একাধিকবার সতর্ক সংকেত পাঠানোর পর গুলি করা হয় ড্রোনটিকে। খবর আল জাজিরার।
ড্রোন ভূপাতিতের ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে অঞ্চলটিতে। তাইওয়ানের প্রিমিয়ার বলেন, ‘তাইওয়ান দ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়া ড্রোনটিকে সরে যেতে সতর্ক দেওয়া হলেও আমাদের বার্তা উপেক্ষা করে। গুলি চালানো ছাড়া আমাদের উপায় ছিল না। এটি ছিল উপযুক্ত পদক্ষেপ। চীনের উচিৎ সংযম চর্চা করা’। তিনি আরও বলেন, আমরা কখনও উসকানি দেবো না। আমরা আমাদের ভূমি এবং আমাদের জনগণকে রক্ষায় সঠিক কাজটিই করবো।
বৃহস্পতিবার প্রথমবার একটি অজ্ঞাত বেসামরিক ড্রোন ভূপাতিত করে তাইওয়ানের সেনাবাহিনী। অনুপ্রবেশের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারির পর বৃহস্পতিবার ড্রোনটি ভূপাতিত করা হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ড্রোনটি ক্ষুদ্র দ্বীপ লিয়নে তাদের সংরক্ষিত আকাশসীমায় প্রবেশ করে। ফলে এটিকে গুলি করে ভূপাতিত করা হয়। ধ্বংসাবশেষ সাগরে পড়েছে।