আজ বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
Home বিনোদন শুটিংয়ে প্রেম, পরে প্রযোজককে মহালক্ষ্মীর বিয়ে

শুটিংয়ে প্রেম, পরে প্রযোজককে মহালক্ষ্মীর বিয়ে

0
251

বিনোদন ডেস্ক:

তামিল প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরন। লিব্রা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ‘নাতুপুনা ইনানু থেরিয়ুমা’, ‘মুরুনগাইকাই’সহ বেশ কয়েকটি  তামিল সিনেমা প্রযোজনা করেছেন তিনি। এই রবীন্দ্ররকেই বিয়ে করলেন তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী।  ভারতীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার তিরুপাথিতে দুই পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রবীন্দ্রর এবং মহালক্ষ্মী উভয়ই।  ছবি শেয়ার করে  ইনস্টাগ্রামে মহালক্ষ্মী লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আমি তোমাকে ভালো

বাসি।’বিয়ের ছবিতে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় দেখা গেছে এ জুটিকে। তাদের সেই ছবির নীচে চলচ্চিত্র ও টিভি নাটকের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা  শুভেচ্ছা জানিয়েছেন।

রবীন্দ্ররের প্রযোজনায় ‘বিদিয়াম বারাই কাথিরু’ নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন মহালক্ষ্মী। সিনেমার শুটিংয়েই তাঁদের দেখা এবং পরিচয়, পরে যা প্রণয়ে রূপ লাভ করল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ২০০০ সালের পর উপস্থাপক হিসেবে টিভিতে আত্মপ্রকাশ ঘটে মহালক্ষ্মীর, পরবর্তী সময়ে টিভি নাটকে নাম লেখান। তামিল টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে তিনি একজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here