মুক্তাগাছায় জিগা গাছে গৃহবধুর ঝুলন্ত  লাশ  শাশুড়ি গ্রেফতার 

0
367
রিপন সারওয়ার :
মুক্তাগাছায় দুল্লা ইউনিয়নের মলাজানি গ্রাম থেকে সুমাইয়া আক্তার মীম (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উক্ত ঘটনায় গৃহবধুর শাশুড়ি মোছাঃ সেলিনা খাতুনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এঘটনায় নিহতের পিতা মোঃ মোজাম্মেল হোসেন বাদি হয়ে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাযায়, মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের মলাজানি গ্রামের মোজাম্মেলন হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার মীমকে একই গ্রামের মৃত আলমের পুত্র মোঃ সোহাগ মিয়া (২৬) এর সাথে প্রেমের সম্পর্কের জেরে গত ০৫ জানুয়ারি ২০২১ইং বিয়ে হয়। তাদের ঘরে ২মাসের একটি ছেলে সন্তান রয়েছে। সংসারে বনিবনা না হওয়ায় স্বামী-স্ত্রীর মাঝে গত শুক্রবার রাতে বিভিন্ন বিষয়ে ঝগড়া বিবাদ হয়। গতকাল শনিবার সকালে বাড়ির পাশে কলাবাগানের জিগা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার লাশ দেখতে পায় এলাকাবাসী। নিহতের পরিবার বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান বলেন, সুমাইয়া নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে হত্যা না আত্ম হত্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here