প্রতিনিধি, কচুয়া(বাগেরহাট):
সারা দেশের ন্যায় কচুয়ায় শান্তি পূর্ণ পরিবেশে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এস.এস.সি ও সমমানের পরীক্ষা মোট ৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কচুয়া সরকারি সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয়ে(কেন্দ্র কোড নং-২৪০) মোট এস.এস.সি পরীক্ষার্থী ছিল ২৫৯ এর মধ্যে উপস্থিত ২৫৭ অনুপস্থিত রয়েছে ২ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ছিল ৬৭ জন উপস্থিত ৬৬ জন অনুপস্থিত ১ জন। এখানে পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান,ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃমোজাম্মেল হক,কেন্দ্র সচিব ছিলেন বাড়ইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সুলতান আলী,হল সুপার ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায় চৌধুরী।
মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়(কেন্দ্র কোড নং-৫১৭) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৯৮,উপস্থিত ৪৯৩ অনুপস্থিত ৫ জন। ট্যাগ অফিসার ছিলেন একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না,কেন্দ্র সচিব ছিলেন মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান,হল সুপার ছিলেন শেখ মোহাম্মদ আলোঙ্গীর।দাখিল মাদ্রাসা (কেন্দ্র কোড নং-৪৫০)কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৪০ জন,উপস্থিত ২৩৬ অনুপস্থিত রয়েছে ৪ জন।
সব হিসাব মিলিয়ে এবছর কচুয়া উপজেলায় সর্বমোট পরীক্ষার্থী ১ হাজার ৬৪ জন,এর মধ্যে উপস্থিত রয়েছে ১ হাজার ৫২ জন,অনুপস্থিত রয়েছে ১২ জন।