বগুড়ায় আলোচিত আখের আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

0
369
মাইনুল হাসান মজনুঃ
গত ২২ আগষ্ট বগুড়া সদরের সাবগ্রামের একাধিক মামলার আসামি আখের আলী (৩৮) এর লাশ নন্দীগ্রাম থানা পুলিশ ধান ক্ষেতের মধ্য থেকে গলাকাঁটা অবস্থায় উদ্ধার করে। পাশের বাগান থেকে একটি মোটর সাইকেল ও একটি সচল মোবাইল পাওয়া যায়। মোবাইল ফোনের সূত্র ধরে নন্দীগ্রাম থানা পুলিশ জানতে পারে মৃত ব্যক্তিটির নাম আখের আলী।
১৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রেস বিজ্ঞপ্তিতে নন্দীগ্রাম থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এলাকা সূত্রে জানা যায় বিগত প্রায় ২ মাস ধরে কালা মানিক ওরফে বাচ্চু নামে এক ব্যক্তি আখের আলীর বাড়ীতে অবস্থান করিয়া বিভিন্ন প্রকার অপরাধ মুলক কর্মকান্ড করিয়া আসিতেছিল। তাদের দুজনের জেল খানায় কারা ভোগের সময় পরিচয় এবং বন্ধুত্ব হয়। তাহারা দুইজন বিভিন্ন মামলায় বার বার জেল খাটার সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে আরো অনুসন্ধানের মাধ্যমে কালা মানিক ওরফে বাচ্চু মিয়া(৫৫) নন্দীগ্রাম উপজেলার কৈডালা গ্রামের মৃত রমেশের পুত্র।
তিনি আরো জানান, ঘটনার দিন গত ২১ আগষ্ট রাত্রী অনুমান সাড়ে নয়টার সময় আখের আলী ও বাচ্চু মিয়ার অবস্থান তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনাস্থল এলাকায় পাওয়া যায় এবং ঘটনার পর হইতে বাচ্চু মিয়া পলাতক থাকায় ঘটনার সহিত বাচ্চু মিয়ার সরাসরি জড়িত থাকার বিষয়ে আমরা মোটামুটি ভাবে নিশ্চিত হই। তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা জানতে পারি কালা মানিক ওরফে বাচ্চু মিয়া পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অবস্থান করতেছে। এই তথ্যের ভিত্তিতে বোদা থানায় একটি অ্যাডভান্স টিম এক সপ্তার জন্য পাঠানো হয় যারা অনুসন্ধান করে জানতে পারে দীর্ঘ ১০ দিন কালা মানিক ওরফে বাচ্চু মিয়া পঞ্চগড় জেলার বোদা থানায় অবস্থান করতেছিল।
পরবর্তীতে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম এর নেতৃত্বে আরো একটি টিম পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় রওনা করে দুইটিম একত্রিত হয়ে বোদা থানা এলাকায় প্রত্যান্ত অঞ্চলে অঞ্চলে অভিযান করে গ্রামের প্রায় ৭/৮টি পরিবারকে নজর বন্দির মাধ্যমে নিশ্চিতৃ হওয়া যায় যে, কালা মানিক ওরফে বাচ্চু মিয়া বিগত ১০ দিন ধরে পঞ্চগড় বোদা থানার ভারতীয় সিমান্ত এলাকায় অবস্থান করার পরে বর্তমানে তিনি খাগড়াছড়ি জেলার অবস্থান করছে বলে জানতে পারি। পরবর্তীতে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে একটি টিম খাগড়াছড়ি দাতকুপিয়া গ্রামে অভিযান পরিচালনা প্রায় ২৫ কিঃমিঃ দুরে কালা পাহাড় নামক টিলায় থেকে ১২ সেপ্টেম্বর ভোর বেলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাচ্চু মিয়াকে থানায় এনে তার দেওয়া তথ্য মতে হত্যার ঘটনাস্থলে নিয়া, হত্যার কাজে ব্যবহৃত একটি মাংস কাটা চাপাতি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়। আসামী বাচ্চু মিয়া বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here