কৃষ্টিবন্ধন যশোর-এর উদ্যোগে কবি সম্মেলন অনুষ্ঠিত। আজ ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার, সকাল ৯ টা হতে দিনব্যাপী যশোর শিল্পকলা সেমিনার হলে কৃষ্টিবন্ধন যশোর শাখার উদ্যোগে কবি সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জেলা হতে তিনশত কবি অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোরের জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৈনিক আলোকিত প্রতিদিন ও দৈনিক অন্যধারা পত্রিকার সম্পাদক’ ড. সৈয়দ রনো ও বাংলা একাডেমির উপ-পরিচালক কথা সাহ্যিতিক ইমরুল ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন- এম এ কাসেম আমির এবং কবি কাজী লীনা আরাফাত।
অনুষ্ঠান উপস্থাপনা করেন- কবি শাহরিয়ার সোহেল, শেখ জালাল উদ্দিন এবং অনুসুয়া ঘোষ। সভাপতিত্ব করেন- মো: হায়দার আলী। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ কবিতা নির্মাণের বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করেন। আয়োজক কমিটির পক্ষ হতে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে উপস্থিত কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন।
আলোকিত প্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর ,২০২২/ মওম