জাতীয় প্রেসক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর

0
535
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২২জাতীয় প্রেসক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর অনুষ্ঠিত হলো। আসরে সভাপত্বিত করেন কবিতাপত্রের সম্পাদক কবি হালিম আজাদ। আসরের শুরুতে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন ঘনিষ্ঠতা এ বিষয়ের উপর আলোচনা করনে কবি রফিক হাসান। কবিতা পাঠ করেন কবি নরেশ ভূইয়া, কবি আ ক ম সালাউদ্দিন, কবি কাজী রফিক, কবি তাবিদ রহমান, কবি শাহীন চৌধুরী, কবি নূরুল হাসান খান, কবি নির্মল চক্রবতী কবি মিলি হক, কবি লিমা আসলাম প্রধান, কবি মোশারফ হোসেন ইউসুফ, কবি চাঁনমিয়া চান্দু, কবি মুজিবুর রহমান বিশ্বাস,  কবি কাজী বদরুল ইসলাম, কবি রবিউল মাশরাফী, কবি আতিকুজ্জামান খান, কবি

কাজী হেমায়েত হোসেন, কবি মো: জহুরুল ইসলাম মঞ্জু, কবি এসবি বিপ্লব, কবি রওশন ঝুনু, কবি সালাম জুবায়ের, কবি আলিফ নিতা, কবি কামরুজ্জামান কায়েম প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও কবিতা পাঠ করেন দৈনিক আলোকিত প্রতিদিন এর সম্পাদক কবি সৈয়দ রনো।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here