২ একর বনভূমি জবরদখল মুক্ত করলো বনবিভাগ 

0
259
আবু সায়েম:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন  মেহেরঘোনা রেঞ্জের অভিযানে ২ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।
৫ অক্টোবর বুধবার মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ রহমানের নেতৃত্বে সংরক্ষিত বনভূমিতে মাছের খামার তৈরীর প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে ২ একর বনভূমি দখল মুক্ত  করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ রহমান।  তিনি বলেন,মেহেরঘোনা রেঞ্জের কালিরছাড়া বিটে আব্দুর রহমানের ঘোনা এলাকায়  ৫০ থেকে ৬০ জন দেশী অস্ত্রে সজ্জিত একটি দুর্বৃত্তের দল সংরক্ষিত বনভূমিতে বাঁধ দিয়ে মাছের খামার তৈরীর চেষ্টাকালে অভিযান চালিয়ে ২ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।
এসময়  বনকর্মীরা বনভূমি উচ্ছেদ করতে দুর্বৃত্তদের ধাওয়া করলে এতে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি করা হয়। বনবিভাগের বিটকর্মকর্তা,স্টাফ এবং ভিলেজারদের সহযোগিতায়  জবরদখলকারী দুর্বৃত্তদের  তৈরী বাঁধ ভেঙে ২ একর বন ভূমি জবর দখল মুক্ত করা হয়।
তিনি আরো বলেন, সরকারি বনভূমি রক্ষার্থে প্রাত্যহিক অভিযান পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট জড়িত আসামিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। অভিযানে কালিরছাড়া বিট কর্মকর্তা,স্টাফসহ ভিলেজারগণ অংশ গ্রহণ করেন।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সজাগ এবং সতর্ক রয়েছে।  সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ  করলে উচ্ছেদ করা হবে   এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। এ সব অপরাধ দমনে তথ্য দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here