ফেনীতে চোরাই সিন্ডিকেটে শিশু-কিশোররা, মালামালসহ গ্রেফতার-৯

0
236
সাইফুল ইসলাম:
ফেনীতে চোরাই সিন্ডিকেটে জড়িয়ে পড়ছে  শিশু-কিশোররা। চোরাই মালামাল সহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ কিশোর সহ ৯ জনকে আটক করা হয়েছে।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এসময় নোয়াখালীর কবিরহাট থানার গাজীরবাগ গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুল মতিন সাগর (৩০), ফেনী শহরের স্টেশন কোয়ার্টারের মো: হাশেম বেলালের ছেলে মো: মেহেদী হাসান বাবলু (২০), নাজির রোডের লিটনের ছেলে মো: মেহেদী হাসান (১০), সহদেবপুর এলাকার নুর আলমের ছেলে মো: ফারুক (১১),
একাডেমী বিদ্যানিকেতন এলাকার তোতা মিয়ার ছেলে মো: তৌহিদ (১০), চৌদ্দগ্রামের আলকরা এলাকার কোরবান আলীর ছেলে মো: হান্নান (৪০), উত্তর ছনুয়া এলাকার মৃত মোমিনুল হকের ছেলে এনামুল হক (৪৮), কুমিল্লার কোতয়ালী থানার ঝাকুনি পাড়ার মৃত আবুল সাত্তারের ছেলে মো: জহিরুল ইসলাম (৪৫), গোপালগঞ্জ জেলার কালিকাবাড়ী এলাকার সুলতান মোল্লার ছেলে মো: জাহাঙ্গীর মোল্লা (৪৩) গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে একটি সিম্পোনী ডি ৭৮ মোবাইল, একটি সিম্পোনী জেড ৩২, একটি রেডমি মোবাইল ফোন, একটি কালো রংয়ের মাঝারি সাইজের টর্চলাইট, একটি মেগা, ডিজিটাল স্কেল, একটি সিটি, ডিজিটাল স্কেল, দুটি ড্রিল মেশিন, একটি পুরাতন পেডরোলো মেড ইন ইতালি, ভিন্ন ভিন্ন কালার ও সাইজের চৌদ্দ কেজি বৈদ্যুতিক তার, একটি লুকাস ব্যাটারী উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো: কুতুবউদ্দিন জানান, এ বিষয়ে ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here