খানসামায় আ.লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীরা টান টান উত্তেজনা

0
239

ফারুক আহম্মেদ :

 প্রায় ১০ বছর পর হতে যাচ্ছে দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এর আগে ২০১২ সালের ১২ই ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আগামী ১১ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার সম্মেলনে কে হচ্ছে আগামী দিনের কর্ণধার? সভাপতি ও সাধারণ সম্পাদক এই নিয়ে চলছে নেতাকর্মী ও আওয়ামী লীগপন্থিদের হিসাব-নিকাশ।

সম্মেলন ঘিরে নেতাকর্মীরা এখন বেশ উজ্জীবিত। চায়ের দোকান, ক্লাব, অফিসপাড়া, দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রতিটি ইউনিয়নে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে চলছে টান টান উত্তেজনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমও চলছে সমর্থকদের ব্যাপক প্রচারণা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের পছন্দের নেতাকে নিয়ে পোস্ট দিচ্ছেন ফেসবুকে। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে উপজেলা জুড়ে।

এদিকে সম্মেলনের দিন, সময় যতই এগিয়ে আসছে, দলীয় নেতাকর্মীদের মধ্যে কৌতূহল ও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে।

সম্মেলন সম্পর্কে একাধিক নেতাকর্মী জানিয়েছেন, ৬ ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডের মধ্যে ২৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের কাউনসিল স্থগিত করা হয়েছে। ইতিপূর্বে দুই দফায় ২৫টি ওয়ার্ড আওয়ামী লীগের কাউনসিলে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কাউনসিল স্থগিত হওয়া ওয়ার্ডগুলো হল আলোকঝাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ড, ভেড়ভেড়ী ইউনিয়নের ২, ৪, ৫, ৮ ও ৯ নং ওয়ার্ড, আঙ্গারপাড়া ইউনিয়নের ১, ৪, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড, খামারপাড়া ইউনিয়নের ১, ৩, ৪, ৭ ও ৮ নং ওয়ার্ড, ভাবকি ইউনিয়নের ৬ ও ৯ নং ওয়ার্ড এবং গোয়ালডিহি ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড। তবে এর মধ্যে খামারপাড়া ইউনিয়নের ৩ ও ৮ নং ওয়ার্ডে শুধু সভাপতি পদে কাউনসিল সম্পুর্ন হয়। বিভিন্ন কারণে কাউনসিল স্থগিত ঘোষণা করেন কতৃপক্ষ।

ওয়ার্ড কাউনসিল শেষ না করেই দেওয়া হচ্ছে উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন। জানা যায় উপজেলা সম্মেলনের পর নবীন ও প্রবীণদের সমন্বয়ে ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের দিন তারিখ ঠিক হবে। উপজেলা কমিটিতে, সৎ, যোগ্য, মেধাবী ও দলের দুর্দিনের পরীক্ষিত নেতাকর্মীদের যাচাই-বাছাই শেষে নতুন কমিটিতে নেতারা তাদেরই স্থান দেবেন। যারা আগামী দিনে এ অঞ্চলের জনসাধারণ ও নেতাকর্মীদের পাশে থেকে বিভিন্ন আন্দোলন, সংগ্রামে নেতৃত্ব দেবেন এমনটাই আশা অনেকের।সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা ত্যাগী এবং জনসমর্থন আছে এমন নেতাদের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করলে সংগঠন শক্তিশালী হবে। আগামী জাতীয় নির্বাচন ও আন্দোলন সংগ্রামের বিষয় মাথায় রেখে যাতে কমিটির প্রতি বিশেষ দৃষ্টি রাখা হয় সেই আশাবাদ সবার।

লোকিত প্রতিদিন/ ০৯অক্টোবর ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here