সোহেল রানা চৌধুরী:
রাজবাড়ীর দৌলতদিয়া আঞ্জুমানে কাদেরিয়া খানকা শরীফ এবং মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ৯ই অক্টোবর রবিবার সকাল ১০ টায় দৌলতদিয়া আঞ্জুমানে কাদেরিয়া খানকা শরীফ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী।
র্যালীটি বের হয় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলিনা মেম্বারের বাড়ি পর্যন্ত। র্যালীটি প্রদক্ষিন শেষে পূণরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে ওই মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মুসুল্লিরা অংশ গ্রহণ করেন।
র্যালী শেষে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন দৌলতদিয়া আঞ্জুমানে কাদেরিয়া খানকা শরীফের ইমাম এবং খতিব মোঃ আজিজ কাদেরী সাহেব।