মো: নুর আলম:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, ১৯৬২’র ঐতিহাসিক ছাত্র আন্দোলনের রূপকার, ৬৯ এর গণ আন্দোলন এবং ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিংবদন্তী রাজনৈতিক ব্যক্তিত্ব, জননেতা কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে ৯ অক্টোবর বিকাল ৩ টায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হল রুমে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় ও সভাপতি আলকাছ মীর এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা.দিবালোক সিংহ,সিপিবি উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য ফরহাদ ইকবাল সরকার, উপজেলা ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক আজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রহম আলী,যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমীন প্রমুখ।
আলোচক বৃন্দ বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদ গরিব মেহনতি মানুষের অধিকার এবং দাবি প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের কাতারে থেকে লড়াই করেছেন। সমাজতন্ত্র, সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য আমৃত্যু তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন এবং সামনের কাতারে থেকে লড়েছেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে তিনি ১৪ বছর আত্মগোপনে থেকেছেন এবং জেল খেটেছেন। তিনি কখনো আদর্শচ্যুত হন নাই এবং রক্তচক্ষুর কাছে মাথানত করেন নাই।
কমরেড মোহাম্মদ ফরহাদ ৫ জুলাই ১৯৩৮ অক্টোবর ১৯৮৭ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।তার পিতা আহমেদ সাফাকাত আল বারি ছিলেন একজন স্কুল শিক্ষক। পড়াশোনা করেছেন দিনাজপুর শহরে। ইংরেজি, আরবি, ফার্সি এবং উর্দু প্রভৃতি ভাষায় তার দখল ছিল। তার পূর্বপুরুষ শাহ্ বংশীয় পীরে কামেল কদম আলী শাহ্ জলপাইগুড়ি থেকে আগমন করেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদের সাবেক সদস্য ছিলেন। তিনি কমরেড ফরহাদ নামেই অধিক পরিচিত ছিলেন।