ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

0
258
রানা ইস্কান্দার রহমান:
সারাদেশের ন্যায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াত গাইবান্ধার আয়োজনে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, জেলা পাবলিব লাইব্রেরী এন্ড ক্লাব এ এসে শেষ হয়। এর পর সেখানে মিলাদ এবং দোয়ামাফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হযরত মাওয়ালানা মুহাম্মাদ বাদশা আল কাদ্বিরী, এ কে এম গোলাম আজম, মতলুবর রহমান মামুন, ওয়াজেদ হাসান শাওন, ইউসুফ জোয়াদ্দার, ময়নুল হক, জান্নাতুল নাইমসহ অন্যরা।
আরবির সাসের ১২ রবিউল আউয়াল আজকের এই দিনে দুনিয়াতে শুভাগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এবং এই দিনেই তিনি আল্লাহ্র সান্নিধ্যে চলে যান।
পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মহানবী (সা.) অজ্ঞতা, মুর্খতা ও ‘আইয়ামে জাহেলিয়াত’-এর অন্ধকার দূর করতে এসেছিলেন। তিনি বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন। অশান্ত পৃথিবীতে শান্তির বাণী আবহ তৈরি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here