১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) এর জশনে জুলুস আনন্দ শোভাযাত্রার কর্মসূচি গ্রহণ করেছে শাহ মোহায়েমেন কমপ্লেক্স। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ, মিলাদ কেয়াম, নাতে রাসুল (দঃ) পেশ, প্রিয় নবিজি (দঃ) এর শান মানের তাৎপর্য নিয়ে আলোচনা। মোহায়মেন কমপ্লেক্সের উদ্যেগে সর্বশ্রেণীর আগতদের মাঝে তোবারক বিতরণের ব্যবস্হা করা হয়েছে ।
একেএম ফারুক হোসাইন:
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে নোয়াখালীতে জশনে জুলুসের এক আনন্দ শোভাযাত্রা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । ৯ অক্টোবর ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত নোয়াখালী জেলা শাখার আয়োজনে
বাদ আসর নোয়াখালী জেলা জামে মসজিদে আলোচনা সভ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আয়োজনে পৌরসভার সোনাপুর জিরো পয়েন্ট থেকে জশনে জুলুস আনন্দ শোভাযাত্রার শুরু হয়ে মাইজদী শহরের প্রধান সড়ক হয়ে চৌমুহনী চৌরাস্তা গিয়ে পুনরায় মাইজদীতে এসে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রেসক্লাবের সামনে দোয়া মুনাজাতের মাধ্যমে শেষ হয়।