আকাশ আহমেদ তারা :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হরিণহাটি এলাকায় শিলা বেগম (২২) নামের নারী পোশাককর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী রুবেল হোসেন(৩৫) আটক করেছে কালিয়াকৈরে থানা পুলিশ । নিহত শিলা আক্তার – গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফুলোহারা এলাকার রুবেলের স্ত্রী।
এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে নিহত,শিলা আক্তার কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় জমসের আলীর বাড়িতে প্রায় এক বছর যাবত স্বামী হোসেন কে নিয়ে ভাড়া থেকে উপজেলার স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন, গত ৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। এরই সূত্র ধরে বুধবার সকালে স্বামী রুবেল হোসেন তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং স্বামী রুবেল হোসেনকে আটক করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৯ অক্টোবর-২০২২/ মওম