নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও কার্ড বিতরণ

0
309

প্রতিনিধি, নাগরপুর:

টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ  স্মার্ট কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ৩০ অক্টোবর রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা কক্ষে এ বিতরণ অনুষ্ঠান করা হয়। নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ হাবিবুর রহমান, পরিসংখ্যান অফিসার জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পৌদ্দার সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দরা।

নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন বলেন, বাংলাদেশ সরকারের এমন ডিজিটাল উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এ স্মার্ট কার্ডের মাধ্যমে আমরা বীর মুক্তিযোদ্ধারা সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবো। উল্লেখ্য, নাগরপুর উপজেলায় পর্যায়ক্রমে মৃত বীর মুক্তিযোদ্ধা ৩৫০ জন, জীবিত বীর মুক্তিযোদ্ধা ৪১৪ জন সহ মোট ৭৬৪ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ প্রদান করা হবে।

আলোকিত প্রতিদিন/ ৩০ অক্টোবর-২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here