Home গণমাধ্যম ভারতের বিপক্ষে অঘটন ঘটাতে পারলে খুশি: সাকিব

ভারতের বিপক্ষে অঘটন ঘটাতে পারলে খুশি: সাকিব

ভারতের বিপক্ষে অঘটন ঘটাতে পারলে খুশি: সাকিব

ক্রীড়া ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মাঠের লড়াইয়ের আগে সাকিব আল হাসান প্রতিপক্ষকে ফেভারিট ঘোষণা করলেও তার সঙ্গে একমত হতে পারেননি ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব বলেছেন, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট নই, এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আর অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

কিন্তু শেষ চারের লড়াইয়ে ওঠার মিশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন দ্রাবিড়, ‘প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে ভারত খুব সম্মান করে। তাদের বিপক্ষে খেলার আগে যথাযথ অনুশীলন ও প্রস্তুতি নেওয়া হবে।’

দ্রাবিড় বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ মনে করলেও পরিসংখ্যান কিন্তু তা বলছে না। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতীয় দল। ১১ ম্যাচের মধ্যে তারা ১০টি জিতেছে। বাকি একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। দ্রাবিড় অবশ্য পরিসংখ্যান দিয়ে নির্দিষ্ট ম্যাচের ফলাফল নির্ধারণের পক্ষে নন, ‘বাংলাদেশকে আমরা যথেষ্ট সমীহ করি। টি-টোয়েন্টি ফরম্যাট এমন যেখানে আগে থেকে কিছু বলা যায় না। দুটো শট এদিক-সেদিক গেলেই জয়-পরাজয়ের পার্থক্য তৈরি হয়ে যেতে পারে।’

চলতি আসরে আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে এবং জিম্বাবুয়ে হারিয়েছে পাকিস্তানকে। তাই শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলগুলোর বিপক্ষে জয় নিশ্চিত- এমনটা ধরে নেওয়া হবে বোকামি। দ্রাবিড় মনে করেন, ‘চলতি বিশ্বকাপেই এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে অঘটন ঘটেছে। ইংল্যান্ডকে হারিয়েছে আয়ারল্যান্ড। একই সঙ্গে অস্ট্রেলিয়ার উইকেট ও কন্ডিশনও বিভিন্ন দলের মধ্যে ফারাক এনে দিতে পারে।’

সাকিবও আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের কাছ থেকে অনুপ্রেরণা পাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘অঘটন ঘটাতে পারলে আমরা খুশি হবো। না করতে পারলেও খুব বেশি কিছু বলার নেই। যদি ভালো খেলি, আমাদের দিন থাকে, তাহলে কেন জিততে পারবো না। এই বিশ্বকাপে আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে। এরকম একটা ফল করতে পারলে অবশ্যই আমরা খুশি হবো।’

মূলত অস্ট্রেলিয়ার কন্ডিশনের কারণেই তথাকথিত ভালো দল বলে কিছু নেই বলে মন্তব্য দ্রাবিড়ের, ‘অস্ট্রেলিয়ায় উপমহাদেশের মতো চালিয়ে ব্যাটিং করা যাচ্ছে না। শেষে রানের গতি বাড়ানো যাচ্ছে না‘

আলোকিত প্রতিদিন/ ১ নভেম্বর-২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here