এলেঙ্গা পৌরসভাকে “খ” শ্রেণিতে উন্নীত করায় প্রধানমন্ত্রীকে মেয়রের অভিনন্দন 

0
319
প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাকে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়েছে।  ২৮ নভেম্বর সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে এলেঙ্গা পৌরসভাকে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণির পৌরসভায় উন্নীত করেছে সরকার। জারিকৃত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে স্বাক্ষর করেন,উপ-সচিব ফারজানা মান্নান। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসক, উপ-সচিব (পৌর-১) স্থানীয় সরকার বিভাগ, উপজেলা নির্বাহী অফিসার কালিহাতী টাঙ্গাইল বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।
উল্লেখ্য, এলেঙ্গা পৌরসভাকে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণিতে উন্নীত করার ফলে কর্মকর্তা/কর্মচারীদের পদমর্যাদা কিংবা বেতনক্রম উন্নীত হবে না। তাদের পূর্বের পদমর্যাদা এবং বেতনক্রম বহাল থাকবে। প্রজ্ঞাপনটি প্রোগ্রামার, স্থানীয় সরকার বিভাগের ওয়েব সাইটে প্রকাশের অনুরোধ করা হয়েছে।
এলেঙ্গা পৌরসভা ‘গ’ শ্রেনি থেকে ‘খ’ শ্রেনিতে উন্নীত করায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা , স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম , এফবিসিসিআই এর পরিচালক ও আওয়ামীলীগ নেতা আবু নাসের সহ যারা সহযোগিতা করেছেন তাদের সকল কে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী ধন্যবাদ জানিয়েছেন। ‘গ’ শ্রেনি থেকে ‘খ’ শ্রেনিতে উন্নীত হওয়ায় এলেঙ্গা পৌর নাগরিকরা ব্যাপক খুশি তারা তাদের মেয়র নূর এ আলম সিদ্দিকীকে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়াও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এলেঙ্গা পৌর মেয়র নুর এ আলম সিদ্দিকী এবং এলেঙ্গা পৌরবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/ ২৯ নভেম্বর-২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here