গোবিন্দগঞ্জে ৯৫ গ্রাম হেরোইনসহ এক জন আটক

0
223
প্রতিনিধি,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৫ গ্রাম হেরোইনসহ মোশারফ হোসেন ওরফে মশা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৩ এর একটি  অভিযানিক দল।
বৃহস্পতিবার ৮ই ডিসেম্বর দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানান। উক্ত  প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১৩ এর একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার মার্কেন্টাইল ব্যাংকের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
র‍্যাব-১৩ এর অভিযানিক দলটি এসময় ৯৫ গ্রাম হেরোইনসহ মোশারফ হোসেন ওরফে মশা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করে ।
আটককৃত মোশাররফ হোসেন নীলফামারীর জেলার জলঢাকার বিন্নাকুড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র ।
র‍্যাব-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, আটককৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে মাদক সে ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে। তার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে।
মোশারফের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে। এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
আলোকিত প্রতিদিন/ ০৮ ডিসেম্বর– ২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here