আন্তর্জাতিক ডেস্ক
২০২০-২১ সালে ফ্রান্সে যৌনবাহিত সংক্রামক রোগের হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ম্যাক্রোঁ বলেছেন, ‘যৌন শিক্ষাকে ঘিরে ফ্রান্সে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এই বিষয়ে আমরা খুব একটা ভালো নই। তত্ত্বের চেয়ে বাস্তবতা একেবারে ভিন্ন।’যৌন সংসর্গের মাধ্যমে সংক্রমণের বিস্তার রোধ ও নারীদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ঠেকাতে জন্মনিরোধকের সহজলভ্যতা নিশ্চিতের পাশাপাশি নতুন করে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের সরকার। ২০১৮ সালে ফার্মেসি থেকে চিকিৎসক বা মিডওয়াইফের কাছ থেকে নেওয়া প্রেসক্রিপশনের মাধ্যমে যারা কনডম কিনেছিলেন দেশটির সরকার তাদের কনডমের অর্থ ফেরত দেওয়া শুরু করেছে। চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের সরকার ২৬ বছর বয়সী সব নারীর জন্য বিনামূল্যে গর্ভনিরোধক সরবরাহ করছে সরকার। দেশটির সরকারের এই পদক্ষেপের ফলে ৩০ লাখ নারী বিনামূল্যে গর্ভনিরোধক পাচ্ছেন। এর আগে কেবলমাত্র পূর্ণ-বয়স্ক নারী এবং ১৮ বা তার চেয়ে কম বয়সী মেয়েদের জন্য বিনামূল্যে গর্ভনিরোধক সরবরাহ করা হতো। বৃহস্পতিবার টুইটে ম্যাক্রোঁ বলেছেন, আগের সব স্বাস্থ্য পরিসেবার পাশাপাশি এখন ১৮ থেকে ২৬ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে কনডম সরবরাহ ব্যবস্থা চালু থাকবে। এখন থেকে সব নারীরা ফার্মেসিতে বিনামূল্যের জরুরি গর্ভনিরোধক পাবেন এবং ২৬ বছরের কম বয়সীরা এইআইভি ব্যতীত প্রেসক্রিপশন ছাড়াই বিনামূল্যে যৌনবাহিত রোগের স্ক্রিনিং করতে পারবেন তারা।