টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালিত

0
227

সবুজ সরকারঃ

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

১১ ডিসেম্বর রবিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টাঙ্গাইল মুক্ত দিবসের কর্মসুচি শুরু করা হয়। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যান গিয়ে শেষ হয়।এ কর্মসুচির উদ্বোধন করেন  জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি,  তানভীর হাসান ছোট মনি এমপি, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী প্রমূখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আলোকিত প্রতিদিন/ ১১ ডিসেম্বর– ২০২২/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here