মানিকগঞ্জ ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

0
321
মো: মহিদ:
মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাপায় মো. রউশন জাহান সেন্টু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ব্যবসার কাজের জন্য ঢাকা যাচ্ছিলেন। ১৭ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানোড়া এলাকার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম। নিহত মো. রউশন জাহান সেন্টু কুষ্টিয়া জেলার, কুমারখালি থানার, পাহারপুর চাপড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, এ ঘটনার পরে ট্রাকচালক পালিয়ে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।
আলোকিত প্রতিদিন/ ১৭ ডিসেম্বর– ২০২২/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here