কলকাতা শিবিরে যোগ দিতে বেশ রোমাঞ্চিত লিটন

0
217

ক্রীড়া ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন লিটন দাস। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই বাংলাদেশের সেরা এই ব্যাটারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হয়ে প্রথম আইপিএল খেলতে তর সইছে না বাংলাদেশের এই ব্যাটারের।

বিভিন্ন দেশেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আছে। তবে সবচেয়ে জনপ্রিয় আইপিএল। বিশ্বের সব দেশের ক্রিকেটাররাই আইপিএলে খেলতে মুখিয়ে থাকে। দীর্ঘ অপেক্ষার পর আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন। যদিও প্রথম রাউন্ডে কোনও দলই লিটনের ব্যাপারে আগ্রহ দেখায়নি। তবে শেষ ধাপে কলকাতার আগ্রহে নিলামে তোলা হয় লিটনকে। সেখানেই ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে কলকাতা কিনে নেয় বাংলাদেশের এই ব্যাটারকে।

শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্স তাদের পেজে ছোট্ট একটি ভিডিও পোস্ট করে। যেখানে লিটন দাস শোনান তার রোমাঞ্চের কথা, ‘এটি আমার প্রথম আইপিএল। আমি তাই কেকেআর পরিবারের অংশ হতে দারুণ রোমাঞ্চিত। ঢাকায় ভারতের বিপক্ষে টেস্ট চলাকালীন সময়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের পরদিন লিটন ব্যাট হাতে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। সেদিন আইপিএল নিয়ে নিজের আবেগ লুকিয়েছিলেন। বলেছিলেন, ‘সময় হলে আইপিএল নিয়ে ভাববেন।’

২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে। তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাককে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ানস নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন। তামিম অবশ্য ম্যাচ খেলার সুযোগ পাননি।সর্বশেষ ক্রিকেটার হিসেবে দলে যোগ দিলেন লিটন। আগামী আসরে মোস্তাফিজের সঙ্গে লিটন দাস এবং সাকিব আল হাসান আইপিএল মাতাবেন। মোস্তাফিজকে এ বছর রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। সাকিবকে শেষ রাউন্ডে চমক দেখিয়ে দলে ভিড়িয়েছে তার পুরনো দল কেকেআর।

আলোকিত প্রতিদিন/ ৩১ ডিসেম্বর– ২০২২/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here