প্রতিনিধি,পাথরঘাটা:
বরগুনার পাথরঘাটা উপজেলাধীন ৫নং ওয়ার্ড, বড়ইতলা নামক স্থান থেকে ৩০ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে ১০৫ পিচ ইয়াবা সহ পাথরঘাটা পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা (৩০) কে আটক করেছে পাথরঘাটার কোস্টগার্ড।
বিষয়টি পাথরঘাটা থানা পুলিশের এস, আই, তরিকুল ইসলাম নিশ্চিত করেন। তিনি বলেন পাথরঘাটা পৌর শহর ৫নং ওয়ার্ড, বড়ইতলা থেকে রাত ১১টার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে স্টেশান কমান্ডার পাথরঘাটা লেঃ শাফায়েত (এক্স), বিএন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ১০৫ পিচ ইয়াবা সহ মাসুদরানাকে আটক করা হয়। আটককৃত মাসুদ রানা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা পৌর শহরের ৩নং ওয়ার্ড পাথরঘাটা এলাকার আব্দুর রাজ্জাক এর ছোট ছেলে। এবং পাথরঘাটা পৌর সেচ্ছাসেবক লীগের সাংঘঠনিক সম্পদক। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী এবং ইয়াবা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান গ্রেফতারকৃতদের আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।