রিপন সারওয়ার:
মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা অটােরিকসা চােরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। রবিবার রাতে পুলিশ গাপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাবকীর মােড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২টি চােরাই অটােরিকসা উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, এসআই শাশ্বত দত্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম রবিবার ভাের রাতে গােপন সংবাদের ভিত্তিত ভাবকীর মােড় এলাকার নােয়াখালী হােটেলের সামনে অভিযানে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানাের সময় আন্তজেলা অটােগাড়ী চাের চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতরা ,হচ্ছে জামালাপুরের সরিষাবাড়ি উপজেলার ফুলদহ নয়াপাড়া গ্রামের জামাল ব্যাপারীর ছেলে বাবু হাসন(২৪), ময়মনসিংহের নাদাইল উপজলার বীর কামাটখালী গ্রামের আঃ সামাদ ছােবাহানের ছেলে সায়েদ আলী ওরফে চিকন আলী(৩৫) এবং ভালুকা উপজেলার হাসপাতাল রােড এলাকার হাবিবুল্লাহ সরকারের ছেলে নজরুল ইসলাম(৪০)। এসময় এদের সাথে থাকা চােরচক্রের আরাে ৪/৫ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।
সােমবার গ্রেফতারকৃতদরকে আদালতের মাধ্যমে জলহাজতে প্রেরণ করা হয়ছে বলে জানিয়েছেন ওসি।
আলোকিত প্রতিদিন/ ০৯ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -

