ইউপি সদস্যদের মারধরের ঘটনায় যুবলীগের তিন নেতাকে কারণ দর্শানোর নির্দেশ

0
306

 শহিদুল্লাহ সরকার :

সাভারের বিরুলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির কে মারধর ও তার কাছে চাঁদা দাবির ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের পর অভিযুক্ত তিন যুবলীগ নেতাকে দল থেকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে। (১০ই জানুয়ারি মঙ্গলবার) সাভার থানা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির আহমেদ এর স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাভার থানা শাখার অফিসিয়াল প্যাডে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। অভিযুক্তরা হলেন সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম গাছি,বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল,বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহেল। কারণ দর্শানোর নোটিশে উল্লেখ্য গত ০৫-০১-২০২৩ইং তারিখে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের  সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর কাদির কাছে চাঁদা দাবী ও দলবল নিয়ে হামলা চালানো হয় সূত্রমতে, গত ০৭-০১-২০২৬ইং তারিখে বিভিন্ন  অনলাইন মিডিয়া ও  দৈনিক জাতীয় পত্রিকা গুলোতে হেডলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ০৯-০১-২০২৩ইং তারিখে থানায় মামলা রুজু হওয়ায় আমাদের দৃষ্টি গোচর হয়। গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৩ (তিন) দিনের ভিতরে লিখিতভাবে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে?

আলোকিত প্রতিদিন / ১২-০১-২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here