সাভারে জুয়েল মন্ডলসহ ৫ জনের শাস্তির দাবিতে বিরুলিয়ায় সংবাদ সম্মেলন 

0
296

 শহিদুল্লাহ সরকার:

গত রাতে বিরুলিয়া দত্তপাড়া ইউপি সদস্য আব্দুল কাদির এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সিজার, সাভার থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম, সাবেক বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারকাজুল ইসলাম আকাশ, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সভাপতি ইদ্রিস আলী মোল্লা, ২নং ওয়ার্ডের সভাপতি আবু সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ৯নং ওয়ার্ডের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য আব্দুল কাদির সাভার উপজেলা আওয়ামীলীগ ও বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  জানান, বিরুলিয়া ইউনিয়ন বিরুলিয়া ইউপি সদস্য আব্দুল কাদির এর উপর সাইনবোর্ডধারী যুবলীগ নেতা সন্ত্রাসী জুয়েল মন্ডল এবং তার বাহিনী অতর্কিত হামলা চালায় এবং মারধর করে ৫ লক্ষ টাকা লুটপাট করে, ইউপি সদস্য আব্দুল কাদির বাদী হয়ে  সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করিলে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার্স ইনর্চাচ দীপক চন্দ্র সাহা, জুয়েল মন্ডল সহ ৫জনের বিরুদ্ধে মামলা রুজু করেন,বিষয়টি জাতীয় পত্রিকা সহ অনলাইন মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যুবলীগের কেন্দ্রীয় নেত্রী বৃন্দ দৃষ্টি গোচর হয়। গঠনতন্ত্র এবং সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে তিন দিনের ভিতরে কারণ দর্শানোর নির্দেশ প্রধান করেন। এরই ধারাবাহিকতায় সাভার উপজেলা আওয়ামীমলীগ এবং বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন উপস্থিত হয়ে, সাভারে ইউপি সদস্য আব্দুল কাদির কে মারধরের ঘটনায়  যুবলীগ নেতা জুয়েল মন্ডল সহ ৫ জনকে শাস্তি দাবি এবং যুবলীগের পদ থেকে স্থায়ী বহিস্কারের দাবিতে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সংবাদ সম্মেলন।
আলোকিত প্রতিদিন/ ১২ জানুয়ারি -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here