মো: মহিদ:
শিক্ষামন্ত্রী ডা: দীপু বলেছেন, এই যে আমাদের এত রকমের নাট্য রীতি রয়েছে, সংস্কৃতির এত রকমের ধারা রয়েছে, সেগুলোকে তুলে আনার জন্য চর্চা দরকার। সেই চর্চার জন্য এইরকম নাট্যমঞ্চ দরকার। আমাদের সারাদেশেই এরকম বহু মঞ্চ হতে পারে যে মঞ্চে আমাদের নিজেদের যে গান যাত্রাপালা,বিচার গান, জারি গান সহ যত রকমের গান আছে এই সব কিছু যত বেশি হবে তত বেশি আমরা আমাদের সমৃদ্ধ এবং অতীতকে জানতে পারবো। আমাদের লোক সংস্কৃতি এত সমৃদ্ধ এবং সেই সমৃদ্ধ এবং সংস্কৃতিকে অনেক সময় ভুলতে বসেছি সেই জায়গাটা আমাদের আবার ফিরিয়ে আনতে হবে । আমরা অনেক সময় অভিযোগ করি আমাদের সন্তানেরা অপসংস্কৃতির দিকে ঝুকছে, বিদেশি সংস্কৃতির দিকে ঝুকছে। আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে তা যদি আমরা সন্তানের কাছে তুলে ধরতে না পারি তাহলে সে অন্যদিকে যাবার সুযোগতো পাবেই। কাজেই ভালোকিছু তাদের সামনে আনতে হবে।সরাদেশে বাংলাদেশ গ্রাম থিয়েটারের একশত মঞ্চ র্নিমান পরিকল্পনার অংশ হিসেবে আজ বিকালে মানিকগঞ্জে সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা সুফিয়াফুল মঞ্চ দ্বারোদঘাটন উৎসব-২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরোও বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় যে রুপান্তর ঘটাতে চাচ্ছি , সেটিতে সংস্কৃতিক সবচাইতে বড় ভূমিকা রাখতে পারে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, সুফিয়াফুল মঞ্চ দ্বারোদঘাটন উৎসবের আহবায়ক নাসির উদ্দিস আহম্মেদ , সদস্য সচিব আনন জামান প্রমুখ। উদ্ধোধনী নাটক হাকিম আলী গায়েন থিয়েটার প্রযোজিত –রাখাল সবুজ নির্দেশিত “শ্রবিণবিষাদ” নাটক ডা: দীপু মনি উপভোগ করেন।
আলোকিত প্রতিদিন/ ১২ জানুয়ারি -২০২৩/মওম