নেপালে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

0
168

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালে আবারও যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে । ১৫ জানুয়ারি রবিবার নেপালের পুরনো এবং নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিমানে চার ক্রুসহ ৭২জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যটি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘বিমানে ৬৮জন যাত্রী এবং ৪ জন ক্রু অবস্থান করছিলেন। উদ্ধারকাজ চলছে। আমরা জানি না কেউ বেঁচে আছেন কিনা।’

কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ঘটনাস্থলে এখনও দাউদাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধারকাজে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা সদস্যরা।

সূত্র: বিবিসি, আল জাজিরা,এএফপি

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here